বাতাসে বিরাজে প্রাণবায়ু, আর
বিরাজে কতো না রোগ-ভাইরাস!
যেমন মানুষে ভালো-বদ আছে-
চতুর শকুনি
আর দয়াবান রাজা সাইরাস।


রাগগুলো সব তেড়ে-ফুঁড়ে ওঠে,
জ্বলে উঠে তারা করে দাউ দাউ,
ক্ষোভ, ঘৃণা, লাজ, অভিমান নিয়ে
সারাদিন ধরে
অহেতুক করে শুধু হাউকাউ।


টুপ করে সব গিলতে পারে না,
খুব করে কভু জিততে ছাড়ে না;
অতঃপর, দেখে হার-জিত নেই
দিবসের শেষে
বিরোধের দেশে যে কদু সে লাউ!


২০/০৫/২০২২
মিরপুর, ঢাকা।