মনের কষ্ট প্রকাশিতে নারি পরান জ্বলিয়া যায়,
মানুষজীবন জ্বলে পুড়ে খাক, বলিব কাহারে তায়।
চাঁদের আবেশে ধরে রাখি তারে মনের ভেতরে, ওরে,
সমুদ্র জল তরঙ্গ-ছলে পাগলামি যায় করে।
যতো বলি তারে ফিরে আয় ঘরে, মরি আমি বেদনায়,
শোনে না সে কথা বুকে বাজে ব্যথা; তবুও যে চলে যায়।
পৃথিবীতে কেউ কারো নয়, জানি; সকলে ভীষণ একা,
একা পথ হাঁটি, একা খেলা করি, যেন এ ভাগ্য লেখা।
সান্ত্বনা দেবে এমন শক্তি খুঁজে আর পাই না যে,
আপনার ঘরে থাকি চুপ করে শত ভয়ে আর লাজে।


১০/০৪/২০২১
মিরপুর, ঢাকা।