(ওরা সব) করতে চায় যে চুরি।
(ওরা) কথায় কথায় মিথ্যা বলে
        নিত্য ভুরি ভুরি।


(তারা) যা বলে তা মানে না যে,
তেমনভাবে চলে না রে,
স্বর্গ-নরক কথার তোড়ে
       উড়ায় রঙিন ঘুড়ি।


রস মিশানো মিষ্টি কথা
        নিত্য তারা বলে,
চিত্ত তাদের আঁকাবাঁকা
        অন্ধকারে চলে।


(তারা) রক্ত নেশায় শান দিয়ে যায়,
ছুরি বটি যা কাছে পায়,
কথায় কথায় ধর্ম শোনায়
        হাট-বাজারে ঘুরি'।


০৭/০৪/২০২১
মিরপুর, ঢাকা।