জীবন এখন সব জড়তা ছেড়ে;
উর্ধ্বপানে তীব্রবেগে  
ছুটছে ভীষণ, আকাশ পাতাল ফেঁড়ে।
ভুলে যাও আজ অতীত কথা সব
ভবিষ্যৎ ও জীবনের উৎসব
বর্তমানেই করছে কলরব
কোন চিন্তা আসছে না আর তেড়ে।
যাও এগিয়ে সব জড়তা ছেড়ে।


ওরে প্রবীণ! অভিজ্ঞ প্রবুদ্ধ!
মুক্তমনা বিশ্বমাঝে
সংসারেতে নেইকো জীবন-যুদ্ধ।
যাচ্ছেতাই বলুক লোকে বসে
এবার চলো লক্ষ্যের উদ্দেশে
মোক্ষপথে পৌঁছে যাবে শেষে
সব কামনার মোহগুলো মেরে।
আয় ফিরে আয় সব জড়তা ছেড়ে।


তুচ্ছ বয়স, তুচ্ছ দেনা-পাওনা;
সকল কিছু অবহেলে
দৃপ্তপদে হেঁটে তুমি যাও না।
ভুবন মাঝে তুমি বাঁধনহারা
সঙ্গতা লও ঘর ছেড়েছে যারা
নিজের ভেতর যেজন আত্মহারা
জীবন চলুক সে মহাত্মা ঘিরে
আয় ছুটে আয় দৃপ্ত পদভারে।


সঙ্গীসাথী নাইবা হলো বেশি,
আপন স্বজন নাইবা র'লো
হোক না সবাই দূরের পরদেশী।
পরান খুলে ভালোবাসার রসে
রাখবে ধরে তোমার হৃদয় পাশে
গল্প হবে বসে দুর্বাঘাসে
চলতে চলতে কঠিন পথের মোড়ে;
বন্ধু ভেবে নিবে আপন করে।


যাক না ভেসে সকল অর্থকড়ি;
প্রফুল্লতার জীবনখানি
এগিয়ে নাও আনন্দতায় ভরি।
মর্ত্যলোকে সুখের আশায় আশায়
পাড় করিলে মিথ্যে ভালোবাসায়
রইলি পড়ে একলা সর্বনাশায়
মোহের ঘোরের তীব্র অন্ধকারে।
চলো, বলিরেখার হাতটি ধরে।


চুলে তোমার পাক ধরেছে? ধরুক।
বন্ধু-সুজন হঠাৎ করে
মর্ত্যলোকে ঝরে গেছে? ঝরুক।
ওসব ভেবে কাল করো না নষ্ট
একটাই জীবন করবে কেনো কষ্ট?
ভোগ করে যাও বলুক তারা ভ্রষ্ট
প্রেম দিয়ে যাও সকল সুন্দরেরে।
হে অভিজ্ঞ, থেকো না আর ঘরে।


খেলার সাথী যাক না চলে দূরে;
একলাই বসে গাছের তলে
বাজাও বাঁশি মিষ্টি মধুর সুরে।
তিনবেলাতে তিনটি দানা খেয়ে
ইচ্ছেমতো যাও হেঁটে আজ, ধেয়ে।
ঘরকুনোরা থাকবে শুধুই চেয়ে
এগিয়ে চলো সকল বাঁধা ছেড়ে।
আয় প্রবুদ্ধ, সুখের চরাচরে।


২৯/০৬/২০২২
মিরপুর, ঢাকা।