অরণ্যের পথ ধরে, জোছনার রাতে
হেঁটে যাই ধীরে ধীরে মেঘের দেশেতে
কোমল স্পর্শের জন্য। চন্দ্রাহত প্রেম
হৈমন্তিক কুয়াশায় ঢেকে যায় যদি,
পিছপা হবো না, জেনে নিও, হে প্রকৃতি !
কুসুম ফোটার রাতে, জীবন যখন
অর্বুদ দুঃখের মাঝে, বাহারী স্বপ্নের
সরোবরে স্নান করে; তখন আবেগে
আমাকে জড়িয়ে ধরো। প্রদীপ্ত চন্দ্রের
ফিনকী ফোটানো আলো, ঘন অন্ধকার
ভেদ করে নেমে এসো এক ঘেয়েমীর
জীবনে; রাতের ব্যথা, গ্লানি, দুঃখ ভুলে
অজস্র ফুলের মালা গাঁথি রজনীর
শেষ ভাগে, অন্ধকারে, অরণ্যের পথে।