এ সমাজে মানুষের মূল্যায়ণ হয়
অর্থকেই মানদণ্ড করে। কিন্তু অর্থ
জীবনের সর্বশেষ মোক্ষ কখনোই
হয় না। বহিরাঙ্গের জৌলস মনুষ্য
কামনায় নিরন্তর । পার্থিব জীবনে
সম্পদ যাচনা করে প্রতিটি মানুষ।
অর্থই সমস্ত নয়; সময়, আনন্দ,
সুসম্পর্ক, জ্ঞান, স্বাস্থ্য অনন্য সম্পদ।


এক কাপ সুস্বাদু চা মৃত্তিকার পাত্রে
তৃপ্তিসহ পান করা, স্বর্ণ পেয়ালায়
বিস্বাদ-কফির চেয়ে অনেক উত্তম।
সুখ আর প্রয়োজন জৌলুসে মোড়ানো
কামনা-বাসনা নয়; অর্থের দাসেরা
সুখের বুভুক্ষু, চিরকাল মাথা খুঁড়ে।


২০/০৬/২০১৮
মিরপুর, ঢাকা।