তোমার রূপের ছটা- আগুনের হাসি,
ছড়িয়ে পড়ে ভুবনে; ঈঙ্গিতে আমায়
ডেকে যাও বিনোদিনী, তোমার আশায়
পতঙ্গ সম ঝাপিয়ে পড়ি, সর্বনাশী
চোখ ধাঁধানো আলোয়। অপরূপ রূপ
বিমোহিত করে তোলে আমোদিত রঙ্গে।
তোমার বিশ্বাসে ডুবে  কতো অনুষঙ্গে
খুঁজি অস্তিত্ব; পাই না; হয়ে যাই চুপ।


জীবাত্মা শুকিয়ে যায় অঘোর নেশায়,
অন্তরীক্ষে খুঁজে ফেরে কমল কামিনী;
গোপন বিজন ঘরে কাটে না যামিনী,
বিরহে গুমরি কাঁদি; থাকি প্রত্যাশায়।
বাতায়ন খুলে এসো, করে দাও শোধ
মানবিক অপ্রাপ্তির  জীবনের ক্রোধ।


০৭/০২/২০১৮
মিরপুর, ঢাকা।