অমন অরূপ রূপের ছটা
ভোলার শক্তি কার আছে?
অমল রূপের রস পিয়ে যে
কল্পনাতে সব বাঁচে।


পেতে তোমায় আপন করে
বাজি রাখি জীবনখান,
কেউবা আবার ঝাঁপ দিয়ে কয়,
'তুমিই আমার জানের জান'।


বুকের মাঝে নূপুর বাজে
ফেলছি শুধুই চোখের জল,
পেলে তোমায়. হে প্রিয়তি,
হাসবে তখন ভুবনতল।


তোমার অমোঘ শক্তিবলে
এবার আমায় নাও টেনে,
উদার তুমি কাছে রাখো,
অধম আমি তা-ও জেনে।


২২/০৩/২০২০
মিরপুর, ঢাকা।