আলোর পরশ পেয়ে জেগে ওঠে পাখি;
ডাকাডাকি করে তারা বিশ্ব-চরাচরে।
'জেগে ওঠো ঘুম ছেড়ে, রাত্রি নেই বাকি;
পূর্ব দিগন্ত ভাসিছে নব সূর্য-করে।
জেগে ওঠো শিশুজন, পুর-নরনারী,
বিশ্বলোকে আপনার কর্মে ব্যস্ত হও
নতুন দিনের ডাকে। সমস্ত সংসারী
জাগে; আর কতো আলস্যের ঘুমে রও?


জগতের স্রোতধারা কখনো থামে না,
ছুটে চলে স্বাভাবিক নিয়মের তোড়ে।
তুমি কেনো পিছে রবে? ক্ষণিক ভাবো না;
আলস্যের ঘুম ছেড়ে জেগে ওঠো ভোরে।
চলমান পৃথিবীর রীতি মেনে যাও,
তুমিও অসাধারণ এবার দেখাও।


০৭/০২/২০২৩
মিরপুর ঢাকা।