অনেক সাধনা করে আসোনি ভূধরে;
পিতার রঙ্গখেলায়, মায়ের গর্ভেতে
অনন্ত কৌশলে করে ছিলে যে জঠরে।
অতঃপর, চলে এলে মাটির মর্ত্যেতে-
সুতীক্ষ্ম চিৎকারে স্থাণু নির্জনতা ছেড়ে
কাম-ক্রোধ-হিংসা ভরা মানুষ-সমাজে।
আনন্দমুখর সেই শৈশবে, কৈশোরে
যৌবনে ব্যাপৃত ছিলে অহেতুক কাজে।

এই জীবনের গাড়ি কালের গহ্বরে
চলেছে অনেক পথ, পৃথিবীর মাঝে।
লোভের আক্রোশে পরে তোমার অন্তরে
জমেছে পাপের নুড়ি। অহেতুক কাজে,
নুড়ির আঘাতে আজ বড্ড অসহায়;
কাচস্বপ্ন ভেঙ্গে যায়, আমি নিরুপায়।


২৪/১২/২০২২
মিরপুর ঢাকা।