তুমি যদি চাঁদ দেখো পূর্ণিমার রাতে
অরূপের ছবি সৌন্দর্যের পেয়ালাতে
তুমি যে দেখবে তাতে।
তুমি যদি সূর্য দেখো নিরিবিলি একা
আল্লার শক্তিসমূহ এঁকে যাবে রেখা
তোমার হৃদয় মাঝে।
কখনো দাঁড়াও যদি আরশির সম্মুখে
এক অনুপম সৃষ্টিকে দেখবে দৃষ্টি মেলে।
আকাশ সাগর পর্বতমালা বনবনান্ত
মরু নদী পোকামাকড় সূক্ষ্ম বালুকণা
দেখো যদি অন্তর্দৃষ্টি দিয়ে তুমি
অরূপ শক্তির মহানুভবতার রহস্যভেদ
হবে না তোমার জানা।
সর্বসেরা সৃষ্টি তুমি জগতের মাঝে
কুটিলতা ছেড়ে সরলের পথে এসো
ভেঙে দিয়ে সব গোয়ার্তমি।


০৫/০৫/২০২০
মিরপুর, ঢাকা।