বিশ্ব-মাতব্বর, তুমি ধান্ধাবাজ! হত্যাকে উৎসব
ভেবে অহরহ হত্যাযজ্ঞে মত্ত নিয়মিতভাবে;
এশিয়া-ইউরোপ-আফ্রিকার দেশে দেশে;
অভিসম্পাতের পেয়ালা যখন পূর্ণ হবে
বেজে উঠবেই বুলন্দ আওয়াজ
ধ্বংসের প্রতিজ্ঞা নিয়ে যুদ্ধের কাড়া-নাকাড়ায়।
রক্তের বলিষ্ঠ প্রতিশোধ রক্তে পরিশোধ হয়,
প্রতিরোধের জোয়ার উঠেছে দেশে দেশে আজ।
রক্তপ্রবাহ ঝর্ণার মতো একমূখী প্রবাহমান নয়,
নদীর মতোন জোয়ার-ভাটায় প্রবাহিত হয়।
হালাকু, চেঙ্গিস খান, তৈমুর লং, রক্ত-লুলোপেরা
হিংস্রতায় ঢেকে দিয়েছিলো সভ্যতার গতিধারা;
কালের প্রবাহে তারা বিলীন হয়েছে আজ,
অভিশপ্ত জীবনের ষোলকলা পূর্ণতা পেলেই
মৃত্যুঘণ্টা বেজে ওঠে প্রবল প্রতাপে।
তোমার নখরে নিত্য ক্ষত-বিক্ষত অগণন মানুষেরা;
যারা স্বদেশীর চোখে দেশপ্রেমিক ও বীর!
সত্যের পুরোধা যারা, মানুষের স্বজন-সুজন।
নিঃশংস অশুভ শক্তি  কখনো কি থাকে
পৃথিবীতে অসুরের কাছে অনাদিকালের জন্য?
তোমার ধ্বংসস্তুপের ভেতর থেকেই একদিন
ফিনিক্সের মতো জেগে উঠবেই
তোমার ধ্বংসের তরে অনন্য ধ্বংসের বীজ।


০৪/০১/২০২০
মিরপুর, ঢাকা।