অতলান্তিক আঁধারে স্ফটিক আলোকে,
ভেসে উঠো তুমি, প্রভু! হৃদয় দর্পণে।
অন্ধকার তেপান্তরে অনন্ত পুলকে
নিশ্চুপে দাঁড়াই, অশ্রু তপস্যা তর্পণে।
জীবনের জয়গানে, দিবসে নিশিতে
তোমাকে খুঁজিনি কভু, শয়নে স্বপনে;
বসন্তের হাটে, মধুরিমা নৃত্যগীতে
ঘাসে সাগরে পাহাড়ে তন্দ্রা-জাগরণে।


স্থবির স্রোতস্বতীর গহীন কন্দরে
ছলাৎ ছলাৎ শব্দে, সুর উঠে আজ
অমিত দুঃখের বানে, মরণ-বন্দরে;
পরাভূত জীবনের সুপ্ত কারুকাজ।
সকল বন্ধন ছিঁড়ে. তোমার সম্মুখে
দাঁড়িয়েছি ভীত মনে; তুলে নাও বুকে।


২৬/০৬/২০২০
মিরপুর, ঢাকা।