দেশপ্রেমিকেরা শত্রুদের বিরুদ্ধে
জন্মভূমির জন্য সচেতন প্রাণের বীর।
তাঁরা স্বাধীনতা চায়। তাজা রক্ত দিয়ে
চেতনার অস্ত্র শানায়। মৃত্যুর বালিশে
মাথা রেখে অবলীলাক্রমে নিদ্রা যায়।
এ অস্থির মৃত্তিকার বসুন্ধরায়
অন্যায়ের বিরুদ্ধে হাসতে হাসতে
তাঁরা চলে যেতে পারে মরণের পথে;
ফাঁসিকাষ্ঠে ঝুলতে পারে নিঃশঙ্কচিত্তে
নির্ভয়ে অবলীলায়।
তাই, দেশপ্রেমিকারা পৃথিবীতে বিনীত অভীক!
তাঁরা মানুষের প্রাণের ভেতরে থাকে
চির জাগরূক হয়ে।
পৃথিবীতে তাঁরা স্মরণীয়, তাঁরা বরণীয়;
প্রেমে শ্রদ্ধায় বিশ্বাসে সকল মানুষের কাছে
দেশপ্রেমিকেরা বড়োই প্রিয়।
তুমি দেশপ্রেমিক ছিলে,
হে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান!
চির জাগরূক হয়ে আছো, আজও অম্লান।


২১/০২/২০২১
মিরপুর, ঢাকা।