অভিমানী বন্ধু! তুই ফিরে আয় ঘরে;
চাঁদের জোছনা রাখি পেয়ালায় ভরে
তোরই জন্যে। অনাবিল, অনন্ত সুখের
রৌদ্র ঝলমল দিন, অশান্ত বুকের
মাঝে তোলপাড় করে স্বপ্নময় আশা;
স্মৃতির জানালা খুলে দেখি, ভালোবাসা
উড়ে গেছে গিরিবাজ পায়রার মতো;
বাতাসে ডিগবাজি খায়, ডাকে অবিরত।


গন্ধবহ শেফালিকা কী অবলীলায়
ঝরে যায় রাত্রিশেষে, প্রভাত বেলায়।
আমাদের জীবনের কামনা সকল
ঝরে শেফালির মতো; ঊষার প্রবল
আলো মেখে এ জীবন আজও আছে পরে  
অন্ধকারে; বন্ধু, তুই ফিরে আয় ঘরে।


১৬/১০/২০১৯
মিরপুর, ঢাকা।