দুহাত পেতে চাইছি তোমার বিমল প্রেমের করুণা,
দয়া করে আর হইও না সুনীল বাবুর বরুণা।
তোমার বুকে গোলাপ সুবাস ছড়িয়ে পড়ে বিশ্বময়,
দান করে যাও মহারাণী,  তোমার চেতন নি:স্ব নয়।
তোমার পরশ পেলেই হবো খ্যাত আমি ভুবন মাঝ,
তোমার নামে নৃত্য করি ভুলে সকল ভয় ও লাজ।
সাত জনমের ভালোবাসা এ জনমের প্রিয়তি,
মুক্ত হাতে দাও তবারক তোমার কাছে মিনতি।
তোমার চরণ শরণ করে আলতা বানাই রক্তরাগ,
তুমি আমার নেশার আঁধার কেটে আনো অরুণ ফাগ।
জগজ্জনে বিলাও তুমি অতুল প্রেমের রোশনাই,
আমার বেলায় বলছো শুধু তোমার কাছে কিছুই নাই।
এবার আমি পণ করেছি তোমার নামে কোরবানি,
আমার এ প্রাণ, মান-সম্মান তুষ্টিতে অভিমানী।


২০/১০/২০১৭
মিরপুর, ঢাকা।