কাব্যকথায় অকাব্যতার করছো অনেক খেলা,
কাব্য নিয়ে বাণিজ্য-সুখ ভোগ করেছো ম্যালা।
শিল্পকে দাম দেয়ার নামে শিল্পীকে চাও কিনতে,
সকল শিল্পী বিকোয় নাকো, পারোনি তাই চিনতে।
পদক নেশায় কদম ছুঁয়ে জীবন চালায় যারা,
আস্তাকুড়ের অন্ধকারে বসত করেন তারা।
তকমা-তরে বিলায় যারা লজ্জা-শরম সবই,
পদক গলায় হাসবে জানি, নয়কো তারা কবি।


কবি হলেন সত্যাগ্রহী, শির যে তাহার উচ্চ,
পরায় নাকো কাকের পিছে নীল-ময়ূরের পুচ্ছ।
কবি হলেন মুক্তপাখি, স্বচ্ছতার এক দর্পণ,
সত্য বলার শক্তিখানি প্রভু করেন অর্পণ।
বাণিজ্যসার কাব্যকথা লাস্যময়ীর ছন্দ,
উত্তরীয়-তকমার নামে বেসাতি হোক বন্ধ।


২৮/০৭/২০১৭
মিরপুর, ঢাকা।