'তুই তাকারি' করতো যারা, তারা গেছেন চলে;
জলের মতোন রেখা ফেলে এই হৃদয়ের তলে।
'তুমি' বলে ডাকছে যারা, তারাও ধীরে ধীরে;
যাচ্ছে চলে চিরতরে অচিন সাগর তীরে।


বুকের ভেতর মোচড় দিয়ে দুঃখের সুর উঠে,
মরন নামের পাগলা ঘোড়া আসছে দ্রুত ছুটে।
সবাইকে সেই ঘোড়ার পিঠে উঠতে হবে জানি,
তবু, মানুষ করছে যে খুন, চুরি, রাহাজানি?


আদম থেকে শুরু করে কবীর হুমায়ূন,
সকলেরই একই পথে হবে রে গমন।
ওরে মানুষ! স্বার্থ-মোহে পাগল হোস না তোরা,
খাপছাড়া এ মানুষ জীবন রয় না বিশ্বজোড়া।


০২/১১/২০২০
মিরপুর, ঢাকা