পাগল কিসিম ছাগল ছানা
  লাফায় শুধু তা-না, না না
    মন্দভালো নাই যে জানা
      ভ্যা ভ্যা করে দিবস-রাত;
স্বভাব-চরিত অদ্ভুত তার
  আসলে সে মস্ত গোঁয়ার
    ধার ধারে না কোন কথার
      হয়তোবা নাই সঠিক জাত।


ছিদ্র খোঁজে পরের কথায়
  চলতে গিয়ে যথায় তথায়
    কুচিন্তাটা ঘুরে মাথায়
      পরের জন্য সারক্ষণ,
চুলকানোটা মূল অভ্যাস
  খায় বিচালি, ময়লার ঘাস
    আবার ছাড়ে দীর্ঘশ্বাস
      নিজকে ভাবে বিচক্ষণ।


পথে পথে বেড়ায় ঘুরি'
  করছে জ্ঞানের বাহাদুরি
    দেখায় শুধু জারিজুরি
      খুলে নিজের মালকোচা,
মিছেমিছি ঢিলটি ছুঁড়ে
  আর ডাকে সে ভ্যা ভ্যা করে
    যন্ত্রণা তার ক্রমেই বাড়ে
      বদলোক সে নাক উঁচা।


১৬/০৪/২০২০
মিরপুর, ঢাকা।