মানুষ হতে চাই না আমি অমানুষের দেশে,
মরলে এবার পাখি হবো পরিযায়ী পাখি,
সুদূর মেরুর সাইবেরিয়ার দেশে।
মরুগিরি, সাগরনদী সকল কিছু ছেড়ে,
আসবো আমি শ্যামল গাঁয়ে তোমার বাংলাদেশে।
হয়তো তুমি নদীর চরে কুজ্ঝটিকা ঠেলে,
অরুণআলো গায়ে মেখে আসবে 'নুনের টেকে';
ভালোবাসার মুগ্ধতাতে রইবে আঁখি মেলে,
চমক লাগা নয়ন পানে থাকবো আমি চেয়ে।
ওগো সোনার মেয়ে!
উড়বো আমি খোলা মাঠে, কাটবো সাঁতার জলে,
খেলবো আমি ইচ্ছেমতো আর সকলের সাথে,
সকাল থেকে সাঁঝে।
ভাববো বসে গাছের ডালে, তোমার কথা রাতে।


'এ করো না, ও করো না, ওসব করতে মানা,
এ বলো না, ও বলো না'; চারিদিকে, 'না, না'।
চলার পথে বাঁধার দেয়াল ভাল্লাগে না; তাই,
মরলে এবার পাখি হবো পণ করেছি ভাই।
ইচ্ছেঘুড়ি রুদ্ধ হয়ে উড়তে কি আর চায়?
ইচ্ছেকথার কাব্যগুলো সব হারিয়ে যায়।
দেখতে তোমার মুগ্ধতাময় স্নিগ্ধ কাজল আঁখি,
মরলে এবার পাখি হবো, পরিযায়ী পাখি।
এইতো আমার পরম পাওয়া, এইতো চরম চাওয়া,
তোমার নামের তৃপ্তির গান গাওয়া।
'না'-এর মাঝে বন্দি হয়ে করছি কতো ক্লেশ.
পাখি হয়ে শোধবো আমি সকল ঋণের রেশ।
পাখি হবো, তুমি হবে পাখির-
মানুষ জীবন ছলচাতুরীর, মিথ্যে এবং ফাঁকির।


১৫/১১/২০১৭
মিরপুর, ঢাকা।