মেঘের পাখায় ভর করে উড়ে চলে
অশান্ত এ মন। নিচে উজ্জ্বল পলাশ,
চকমকে নদী, পাখি, হাঁস, জেলে, মাঝি,  
শরবন; মুগ্ধ করে শ্যামলিমা ঘাস।
চারিদিকে ভীড় করে অনন্ত সম্পদ,
প্রকৃতির কোল জুড়ে শুয়ে আছে সব,
ফসলের সমারোহ, স্নিগ্ধ জনপদ,
সুবর্ণ শিশুরা হাসে, করে কলরব।


স্বপ্নের তরঙ্গে নাচে পুরোনো হৃদয়,
উদাসীন মন, খোঁজে অন্তর্মূখী সুখ
হাজার বছর ধরে; ভুলে গিয়ে ভয়,
জীবনের যতোসব অসুখ বিসুখ।
ধূসর আকাশে মেঘ উড়ে যায়; দূরে
ঝিল্লিমূখর সন্ধ্যায় গান বাজে সুরে।


০৮/০৬/২০১৯
মিরপুর, ঢাকা।