অতীত চারণ বাড়ছে ক্ষরণ, নিত্য প্রতিদিন,
শেষ বিকেলে মেঘের সাথে চাই যে হতে লীন;
সন্ধ্যাবেলায় সুশোভিত নীলিমার অঙ্গন,
চাচ্ছি কোমল প্রেমের ছোঁয়া, হে মোর উদাসীন!


সাধ ছিল যে কিশোর বেলায়- হবো যাযাবর,
ঠিকানাহীন ঘুরবো সদা মানুষ-জীবন ভর;
স্বপ্নকাতর মনটি কাঁদে প্রবল প্রীতি মোহে,
পড়ে আছি পথের পাশে অনড় পাথর।


বুকের ভেতর আগুন জ্বলে, একতারাতে সুর,
আগলে রাখা জলের ঢেউয়ে কান্দে সমুদ্দুর;
অথৈ আকাশ ভেঙ্গে আকুল উদাস মনে চায়-
অরূপ ছোঁয়ার ছন্দসুরে কাঁপুক হৃদয়পুর।


২৬/১১/২০১৮
মিরপুর ক‌্যান্টনমেন্ট, ঢাকা।