এই মানুষ জীবন পেন্সিলের মতো,
হৃদয়ের কথা আর প্রাণের বারতা
সুনিপুণে লিখে যাওয়া, আঁকিবুকি করা;
কর্মময় পৃথিবীর সফেদ খাতায়।
মাঝে মাঝে চৈতন্যের ইরেজার দিয়ে
ধুলোবালিছাইয়ের ন্যায় মুছে দেওয়া,
আকাশে উড়িয়ে দেওয়া ভুলভ্রান্তিগুলো;
লেখা হয়েছিলো যা' অসাবধনতায়।


লিখতে লিখতে শেষ হলে গ্রাফাইট-ক্লে,
শুদ্ধতার শার্পনারে ধার করো তারে।
শুধুই এগিয়ে যাও নতুন উদ্যোমে,
জীবনের পথে, কাঙ্খিত লক্ষ্যের পানে।
সৃষ্টির উৎসাহে, তামসীকে ছিন্ন করে
আগাও সম্মুখে, মর্ত্যজীবীর মননে।


২৪/০৪/২০২১
মিরপুর, ঢাকা।