এইতো সেদিন তোমার সাথে আমার গভীর প্রেম ছিলো!
তোমার রূপ ও গন্ধ তখন মনের মাঝে গেম ছিলো।
ইচ্ছে যেমন তেমন করেই তোমায় আমি চাচ্ছিলাম,
যখন তখন নিজের কাছে আপন করে পাচ্ছিলাম।
সকাল দুপুর সন্ধ্যা রাতে খুশবোমাখা স্বাদ ছিলো,
জ্যোৎস্নাভরা পূর্ণিরাতে থালার মতোন চাঁদ ছিলো।
কিসের তরে কেমন করে হঠাৎ গেলে চুপ করে?
কিসের টানে এমন করে বদলে গেলে খুব করে।
বাড়িয়ে দিলে মান-অভিমান, হু হু করে দামটাও,
এখন তুমি খুবই ফেমাস, সাথে তোমার নামটাও।
জানিয়ে দিলে এখন আমি তোমার সঠিক যোগ্য না,
তুমি এখন অনেক দামী আগের মতোন ভোগ্য না।
ছিলে তুমি হাতের নাগাল সকল কাজের পরতাতে,
মাছ-মাংস, সব্জি-ডালে, পিৎজা এবং ভর্তাতে।
তুমিই ছিলে সকল খুশির, প্রিয়ার চোখের কান্নাতে,
পান্তাভাতে টেবিল জুড়ে, গৃহবধুঁর রান্নাতে।
এখন তুমি স্থান নিয়েছো উচ্চাসনের যেইখানে,
যায় না বাটা কালিজিরা, সর্ষে, শুটকি সেইখানে!
কিলো দরে বিক্রি হতে হচ্ছো এখন গ্রাম দরে,
কিনতে তোমায় হাট-বাজারে মাথা-গরম ঘাম ঝরে।
তোমায় এখন মাপছে সবাই সোনা-রূপার পাল্লাতে,
স্বপ্নে আমি  দেখেছিলাম মূর্তি তোমার কাল রাতে।


আশায় আছি আমার কাছে ভালোবাসায় আসবে ফের,
নতুন করে আবার তুমি আমায় ভালোবাসবে ঢের।
সিন্ডিকেটের মিথ্যে প্রেমে আমায় তুমি ভুললে আজ!
আসবে ফিরে আবার তুমি, জানি, হে প্রাণতুল্য পেঁয়াজ।


১৭/১১/২০১৯
মিরপুর, ঢাকা।