তুমি যেন ছাই থেকে জেগে ওঠা, এক
বিহঙ্গ- ফিনিক্স পাখি। তোমাকে যখন
কল্পনায় দেখি, ফিনকি ফোটা জোছনার
কথা; তরঙ্গভঙ্গ-উচ্ছল সাগরের
কথা; স্নিগ্ধ ঘাসফুল; প্রজাপতির কথা
এবং তাদের অতিশয় ব্যকুলতা
খুব মনে পড়ে যায়। মনে পড়ে যায়-
শরত শিউলির কথা; শিশিরের কথা;
ভাদ্রের গুমোট নিরাগের নিস্তব্ধতা।
শাওন বৃষ্টির কথা; লুডু; হৈ-হুল্লোর;
অন্তহীন আনন্দতা। তুমি যেন এক
হলুদ সর্ষের ক্ষেত- সৌন্দর্যের রঙে
অপরূপ চিত্রকল্প নিয়ে সেজে ওঠো।
মাঝে মাঝে মনে হয়- তুমি যেন সেই
পোয়াতি ধানের শীষ! নিটোল সবুজ
পেলবিত। কৃষকের মুখের প্রশান্ত
হাসি; স্বপনকাতর মনে, লোভাতুর
দুই চোখে কামনার বীজ বুনে যাওয়া
বিস্তৃত জমিন। সেই দুরন্ত কৃষক
আমি! মানুষেরা কতো না রকমভাবে
পৃথিবীতে দিন দিন পরিবর্তিত হয়!
আমার পরিবর্তন তোমার সরল
স্পর্শ। অন্তরীক্ষে এক অনন্ত বিস্ময়!
প্রতিদিন শুনি ফিনিক্স পাখির গল্প।
সেই ফিনিক্স পাখির ব্যথাতুর নাম-
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।



২৭/০৯/২০২২
মিরপুর, ঢাকা।