যদি হতে লঙ্কা-পেঁয়াজ পান্তাভাতে তোমায় খেতাম,
আলুর ভর্তা, বাসি ডালে খুব মমতায় মেখে নিতাম।


এখন তুমি বিরিয়ানী, জানি আমি পাবো না আর,
পাঁচতারকার হোটেল-মালিক বলছে আমায় বদ-দুরাচার।


ভালোবেসে মনের দেশে প্রতিদিনই রোপন করি,
তোমার সুধার চারা লাগাই আমার হৃদয় জমিন ভরি'।


দিনদুপুরে গামছা পেতে গাছতলাতে ঘুমিয়ে যেতাম,
তোমার ছোঁয়ায় জেগে উঠে আবার বুকে জড়িয়ে নিতাম।


তোমার রূপের চাঁদ উঠেছে আকাশ ঝলোমলো করে,
দেখে সবাই রূপের জ্যোতি আমি রহি ভাঙা ঘরে।


এখনও যে তোমার সুবাস মাতম তোলে আমার দেশে,
নিঃস্ব হলাম বিশ্ব মাঝে, হে প্রিয়তি ভালোবেসে।


৩০/০৫/২০২২
মিরপুর, ঢাকা।