আকাঙ্ক্ষার অনুভূতি ক্রমান্বয়ে বেড়ে যায়, যখন তোমায়
নিরিবিলে পাঠ করি, নিঃশব্দে, একান্ত মনে; স্বপ্নগাথা বুনি
বিপ্লবে-সংগ্রামে-যুদ্ধে। তোমার কবিতা-গানে, সুর মূর্চ্ছণায়;
জীবনের পরমার্থ, শৃঙ্খল মুক্তির জাগরূক বাণী শুনি।
মানবতার সংকটে অন্ধকার নেমে এলে, আলোর রেখার
মতোন তির্যক হও, প্রাণের সঞ্চারধারা জেগে উঠে প্রাণে।
একলা চলার বাণী, অভয় মন্ত্রের মতো অমিত ঝংকার
তোলে আবিষ্ট হৃদয়ে, দেদীপ্যমান অজর কবিতা ও গানে।


সুগভীর প্রত্যয়ের পরিণত বাঙালির চিত্তে দেয় হাঁক-
'আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি', এ কথা বলে
বুকে রাখে চিরকাল; বাঙালির স্মরণের পঁচিশে বৈশাখ,
জেগে রয় তার প্রাণে, শক্তিতে, সাহসে, উৎসবের উৎসমূলে।
রবির জৌলস নিয়ে কবির অমিত প্রাণে তুলেছো যে সুর,
অবিরাম বেজে যায়; সেই অমৃত ছোঁয়ায় জাগে সমুদ্দুর।


০৮/০৫/২০২২
২৫ বৈশাখ,১৪২৯
মিরপুর, ঢাকা।