তোমাকে ভালোবাসি বলেই- এ অন্তরে
কবিতারা জেগে ওঠে চেতনের ঘরে;
কবিতায় চুম্বন রাখে আগুণের শিখা,
শব্দের বজ্রপাত ঘটে, বাড়ায় অহমিকা।


তোমাকে ভালোবাসি বলেই- অণুক্ষণ
রক্তে জাগে শিহরিত অদম্য কম্পন;
চেতনায় জাগে আঁধার কাটা অরুণ-প্রভা;
নমঃ নমঃ সুন্দরী মম, চেতনবিদ্ধ মনোলোভা।


তোমাকে ভালোবাসি বলেই- হয় দুর্বিনীত মনটা,
অন্ধচোখে দাউ দাউ জ্বলে হিংস্রতার বিদ্যুচ্ছটা;
পারমানবিক তেজষ্ক্রিয়া জ্বলে উঠে অন্তরে-
তীব্র প্রেমে হৃদয় আমার তোমার বুকে সন্তরে।


তোমাকে ভালোবাসি বলেই, হে আমার দেশ!
যুদ্ধের মাঠে বিজয় পতাকা পানে চেয়ে থাকি অনিমেষ,
শত্রু বুলেট বিদ্ধ করে বুকের উপর -তপ্ত শিসা,
রক্ত দিয়ে প্রদীপ জ্বালাই কাটতে কালো অমানিশা।