ফাগুনের ইশারায় আগুন লেগেছে বনে,
পলাশের শিমুলের গল্প বোনে সমীরণে।
রঙেতে সেজেছে আজি এই প্রকৃতিসংসার,
ঋতুবদলের ধারা অখণ্ড আত্মীয়তার।
শীতের কুয়াশা ভুলে প্রকৃতির সারা গায়
পুষ্পলতা, কিশলয় প্রাণোচ্ছাসে উছলায়।
বনের বৃক্ষের ডালে কোকিলের কুহু তান,
পুষ্পরেণু ফাগ উড়ে, সোনালী রোদের বান,
ভ্রমরার কলতান গুঞ্জরী গুঞ্জরী উঠে;
অরূপ সুন্দরী বাংলা ধরে রাখে করপুটে।
অসীম মমতা ভরে শিহরণ সে জাগায়,
প্রজাপতি উড়ে যায় তার রঙিন পাখায়।
বনের পুষ্পে মৌমাছি গীত রাগ গুঞ্জরণে
গান গায়, নেচে যায় তারা  হরষিত মনে।
আজ ফাগুন এসেছে বুঝি বালিকার বুকে,
গমকি গমকি নাচে অনন্ত আনন্দ সুখে।
সারা অঙ্গে পুষ্পমাল্য, বাসন্তি রঙের শাড়ি,
মুহূর্তে বালিকা হয় অপরূপা এক নারী।


১৩/০২/২০১৯
মিরপুর ক্যান্টনমেন্ট, ঢাকা।