দুটি লিমেরিক।
(১) স্বরবৃত্ত এবং (২) মাত্রাবৃত্ত।


(১)
পঙ্গপালের জঙ্গনামায় সঙ্গ দিতে এলেম রে ভাই,
ভাবনাবিহীন জাবনা কাটি কাব্যকথায় শুধুই চ্যাঁচাই!
            পণ্ডিতেরা যাচ্ছে মেপে,
            সত্য কথায় উঠছে ক্ষেপে!
কথার পিঠে বলছে কথা, আসল কথার মূলটাই নাই।


(২)
লতার উপরে লতাটি জড়াই, পাতার উপরে পাতা,
পঙ্গপালের জীবনে তাইতো কবিতায় ভরি খাতা।
      আঁতেলেরা কহে, কবিরা পঙ্গপাল,
      চ্যাঁচায় যেনো গো-মূর্খ রঙ্গলাল!
এসো, সবে ভাই পুষ্প কুড়াই, আঁতেলে বলুক যা-তা।


০১/০৪/২০২০
মিরপুর, ঢাকা।