পরের ধনের পোদ্দারি তুই আর করিস না,
পরের ক্ষেতের পাকা মরিচ আর ধরিস না।
মরিচ জ্বালায় জলে যাবি মনে রাখিস,
জ্বলার আগেই নিজের ঘরে বন্দী থাকিস।
যেখানে তোর মতামতের মূল্য নাই,
সেখানে তোর অপমানের তুল্য নাই।
নিজের আবেগ বুদ্ধিবিবেক ক্যান ধরিস না?
পরের ধনের পোদ্দারি তুই আর করিস না।


কর্মশেষে স্বার্থকতা নাইবা থাকে,
ডাকিস না আর বিলাপ করে যাকে-তাকে।
যেমন আছিস একলা একা তেমনই থাক,
যেটুক আছে নিজের ঘটে সেটুকুই রাখ।
বেশি চাওয়া মন্দ অনেক বলে লোকে,
লাভের আশা করতে গিয়ে ভীষণ ঠকে।
অতি লোভী তাঁতীর মতো পণ ধরিস না,
পরের ধনের পোদ্দারি তুই আর করিস না।


১৩/১২/২০২২
মিরপুর ঢাকা।