মনের গহীনে এসে নিরন্তর ঢেউ তুলে যাও,
শান্ত সমুদ্রের জলে সুনামির প্রচণ্ড আক্রোশ
তীব্রতায় উছলায়। গোপনে গোপনে কেঁদে যাই-
সুখ নাই, শান্তি নাই; চারিদিকে শুধু হাহাকার।
পরিযায়ী পাখি আসে, কিছুদিন বসবাস করে
আবার উড়াল দেয়; নিজেদের ওমের জগতে।
ঝরা পালকের ভিড়ে রেখে যায় স্মৃতি, কিছু প্রেম;
'আবার আসিবো' এই কথা বলে অনন্তে মিলায়।


যে যায় ফিরে না আর, পথ পানে থাকি অপেক্ষায়;
কষ্টের সোপানে সৃষ্টি হয় অথৈ গভীর কাটাল,
সময়ের ক্ষণ গোণে পৃথিবীর বিরহীর প্রাণ।
যে কথা হারিয়ে যায় জলাঙ্গিতে, উদাস আকাশে,
বর্ষার জলের মতো ছুটে চলে ফিরে না আবার।
প্রণয়ের কথা বলে যাও যদি, কঠিন তুষারে
বিরহ সন্তাপ বাড়ে, গলে গলে তা' হয় যে নদী।


১৪/১১/২০১৮
মিরপুর, ঢাকা।