বাড়াও দুহাত যদি নীলাকাশ পেয়ে যাই
একাকার হয়ে যায় নদী আর ঘাস
হৃদ্যতার নীলিমার দীর্ঘ পথ পাড়ি দিয়ে
পরিযায়ী পাখি আসে অপার বিশ্বাস।


নিরুদ্দেশ যাত্রা পথে অসীম সাহস নিয়ে
নিরলস হেঁটে যাই সত্য ব্রতে মেতে
অমল শিশিরে সিক্ত সত্য-প্রেম-স্বপ্ন মেখে
পিরিতির শস্য বুনি হৃদয়ের ক্ষেতে।


বদ্ধমূল অহংকারে গোলাপেরা ফোটে নাকো
আবেগের ভালোবাসা বসন্ত বাতাসে
ঝড়-ঝঞ্ঝা নেমে আসে হৃদয়ের আঙিনায়
পরিযায়ী পাখী কাঁদে ভয়ানক ত্রাসে।


১৫/১২/২০১৮
মিরপুর, ঢাকা।