ছন্দ মেনে কবিতা লিখতে সময় লাগে বেশি
অক্ষর মাত্রা শব্দ কবিকে করে জব্দ
তাই,  ছন্দকে দূরে রেখে কবিতা লিখে যাই
ভাবের প্রকাশ দীর্ঘশ্বাস ছেড়ে ঝরে যায়
কতো কথা যথাতথা শব্দের চাকচিক্যে
পার্লারে নিয়ে যাই বুড়িকে সাজাই
নবনীতা যুবতীর মতো
রূপের ঝলকে ঝরে সব
নর্দনে কুর্দনে চলে উৎসব
কলির বারতা নামে নবীনের নীল খামে
প্রেমের চিরকূট আসে মোবাইলের এসএমএসে
হৃদয়ের দেনাপাওনা ক্রমাগত বাড়ে না
অনুভব করে না সে নিরন্তর ভালোবেসে
প্রেমিকা হয় না কবিতার সুর
প্রেমিকও হয় না চলমান নদী
হৃদয় হয়ে যায় পরিযায়ী পাখি
উড়ে চলে দেশান্তরে অবিরাম নিরবধি।


২০/১২/২০১৯
মিরপুর, ঢাকা।