কিশোরীর মন নিয়ে প্রত্নখেলা খেলে গেছো ঢের,
অনাদরে পুড়ে পুড়ে অবশেষে বাঁধিয়াছি ঘর।
ভালোবাসা পরাভূত জেনে গেছি দুঃখ অন্তরের;
তাই, বেঁধেছি হৃদয়ে পৌরাণিক প্রবোদ-পাথর।
অতৃপ্তির পলি জমে চলমান নদীর তলায়,
বিকেলের রাঙা রোদে সকাতরে ঢেউ জেগে উঠে।
বেপরোয়া ভরা নদী নিরন্তর তীর ভেঙে যায়,
কামনার ভালোবাসা তুলে ধরি পূর্ণ করপূটে।


কলির দ্রৌপদী আমি জেনে গেছি অধিক ছলনা,
বিক্ষত হৃদয়ে আনি অধুনার প্রেমের বারতা;
বুকের গহীনে সুখ এনে দিতে ললিত ললনা,
সোহাগের সামিয়ানা দেখে ভাবো হৃদয়ের কথা!
পরকীয়া পৌরাণিক অধিকার নিসর্গ নিয়তি;
আমি যদি করে যাই, পৃথিবীর কি এমন ক্ষতি?


১৭/১১/২০১৮
মিরপুর, ঢাকা।