সাপের বিষের মতো ধীরে ধীরে সমস্ত শরীরে
ঘিরে ধরে, ছড়িয়ে পড়ে সে। ভুলে যায় ব্যবধান
স্বর্গ-নরকের; গান গায় শঙ্খনাদে। মধ্যবিত্ত
রক্তে উর্বশীর ভালোবাসা নেই; পরকীয় চলে,
জোয়ার-ভাটার ছলে, অবিরল, ধোঁয়াটে সবুজে।
অলস স্বপ্নের ছবি আঁকে, জলাঙ্গীর অন্ধকারে
ভরা চাঁদ হেসে ওঠে। স্পন্দমান নলখাগড়ার
আড়ালে একান্তে খেলা করে জলপরীদের মতো।


ফল্গুস্রোতে বয়ে চলে নদী, যেন অস্থির বসন্ত;
ম্লানমুখে অবিরাম কেঁদে যায় ইটের অরণ্যে।
চারিদিকে অন্ধকার; নীল জল রাত্রির প্রহরে
ছুটে চলে বাঁকাস্রোতে; দ্রুতযানে, বিদ্যুতের মতো।
নিস্তেজ শরীরে বাসনার রঙিন কুসুম ফোটে
প্রেমের সন্ধানে; ফিরে আসে কালসাপের দংশনে।


২১/০৪/২০২১
মিরপুর, ঢাকা।