কিছু কিছু গাধা আছে এই দুনিয়ায়;
ঝগড়ায় সুখ পায় বোঝে নাতো কিছু।
ঝাল কথা বলে তারা সকল সময়,  
কাঁঠালকে দেখে বলে, বড়ো এক লিচু।


তারা হলো ছিদ্রান্বেষী জগতের মাঝে,
অপরের ছেদা খুঁজে, নিজেই ঝাঁঝুর!
কাম নেই কাজ নেই, সারাদিন তাই,
তুলে আনে ফ্যাসাদের বৈতালীক সুর।


যতোই আপন ভাবো থাকে তারা দূরে,
ভান করে মিতালীর আসলে যে নয়;
পরহিত ভাবে নাকো তারা কখনোই,
চুলকানোর অভ্যাস সকল সময়।


পৃথিবীতে তারা হলো দুরাত্মা দুর্জন,
তাদেরকে দূরে রেখো করি নিবেদন।


০৫/০৪/২০২০
মিরপুর, ঢাকা।