অনেক মানুষ দেখেছি ভুবনে,
যাদের শরীরে
একখানা ভালো পোশাক নেই।
চাকচিক্যের পোশাক দেখেছি,
যার ভেতরেতে
সত্যিকারের মানুষ নেই।


পোশাকের চেয়ে মানুষ মহান;
তুচ্ছ পোশাক!
বলেছিলো, কবি শেখ সাদী।
কিন্তু, আজকে আমরা সকলে
মানুষ থুইয়া
পোশাকীর নামে উন্মাদী।


মানুষ খুঁজি না সমাজের মাঝে,
পোশাক দেখেই
সালাম ঠুকাই হাজারবার।
মানুষেরা তাই আবডালে রয়,
রমরমা হয়
পোশাকীর দাম; চমৎকার!


১৩/০৪/২০২২
মিরপুর, ঢাকা।