(এক)


প্রেম বিহনে দারুণ খরা জ্বলছে শ্যামল চর,
পাহাড় চুঁড়ায় জ্বলে যেমন ঝুম চাষের ঐ ঘর।
জ্বলতে জ্বলতে ছাই হবি তুই, প্রেম বিরহী মন
মনের ভেতর আরেক কবির হচ্ছে যে ক্ষরণ।


(দুই)


বিবাগীত প্রান     করে আনচান
     স্মৃতির দুয়ার খুলে,
প্রাণের সুজন!     উতলিত মন
    তোমাতে দিলেম তুলে।


(তিন)


দিস্তা দিস্তা কাগজ লিখি তিস্তায় পানি আসবেই,
ঘুমটা তুলে রাঙা বধু তিস্তার জলে ভাসবেই।
বস্তা পঁচা কূটনীতিতে মমতা ওই চলছে,
তিস্তা পাড়ের জন মনে ক্ষোভের অনল জ্বলছে।