(এক)


শরীরে আগুন দিস লো সখী
দিসনে মনে ফুল-আঘাত;
মন যে আমার অবাধ্য এক
নিটোল গাঙের জল-প্রপাত।


(দুই)


আমার এ মন গুমরে কাঁদে
দেখাই বলো কারে;
ইন্দু যে নেই আকাশ মাঝে
সিন্ধু রুখতে পারে।


(তিন)


নারীতে সৃষ্টি, নারীতে ধ্বংস
নারীতে পূণ্য-পাপ;
নারীতে দুঃখ, নারীতে তুষ্ট
নারীতে মনস্তাপ।