(এক)


মন্দকে যদি আশ্রয় দাও-
     সত্যকে করো পরিহার,
অত্যাচারীকে দয়া করো যদি-
     কাড়ো গরীবের অধিকার।


(দুই)

ধর্মের নামে চালায় যাহারা
     মিথ্যারই বেসাতি;
তাদের মুখেতে থুতু দাও তুমি,
     বুকে মারো জোর লাথি।


(তিন)


রাজনীতি হলো ক্ষমতার লাগি’
     বেশ্যাবৃত্তি করা;
জনগণ মন করে ক্রন্দন,
     নেতায় পড়িছে `ছড়া'।