(এক)


এমন যদি হতো-
আকাশ থেকে লক্ষ কোটি ডলার নেমে এতো,
এমন যদি হতো-
ধরলে আমি লোহাখানি সোনা হয়ে যেতো।
এমন হয়না আর-
দুঃখ নাচে চারিদিকে, জীবন অন্ধকার।


(দুই)


এসো,       অভিমান তুলো রাখি সময়ের কাছে,
এসো,       ভালোবাসি ঘুড়ি ও নদী যাহা কিছু আছে।
এসো,       নক্ষত্রের আলোর নিচে অভিমান পোঁতি,
               মানুষ জীবনে তুলে আনি ফের অরুন্ধতী।


(তিন)


নির্বাসন হোক তোমার বিশল্যার কাছে,
স্মৃতির জঞ্জাল ফেলে এসো- মৃতবৎ!
প্রেম-সুধায় শুদ্ধ করে নেবো আজ
এই জীবনের ধূসর অতীত ও ভবিষ্যৎ।