অগ্নিশুদ্ধ! অমল পুরুষ, আলোকের পথযাত্রী!
তোমার কৃপাণে কেটে নাও কালো,
                             আলোময় করো রাত্রি।


ভুলে লাজখানি দৃপ্ত চরণে ধীর লয়ে তুমি এসো,
সাগরের মতো নীল চন্দ্রকে তুমি শুধু ভালোবেসো।
              আমার চপল মনখানি আজ
              তোমার পরশ পেতে ভুলে লাজ
গহীন আকাশে সাররাত জাগি তোমার পন্থ চেয়ে,
তোমারই তরে আকাশগঙ্গা একা একা যাই বেয়ে।


অনল দহনে খাঁটি হয় সোনা তুমি কেনো তা বোঝ না,
বেদনা-আগুনে যতোই পুড়ছি ততো পাই শান্তনা।
             তোমার দহনে হৃদয় আমার
             আলোক ছড়ায় ছাপিয়া আঁধার
তুষের আগুন ছাইচাপা, তবু জ্বলে যায় ধিকিধিকি,
তোমার প্রেমের জোনাকির আলো রাতভর ঝিকিমিকি।


অগ্নিশুদ্ধ! অমল পুরুষ, আলোকের পথযাত্রী!
তোমার কৃপাণে কেটে নাও কালো
                             আলোময় করো রাত্রি।