তোমারই ছত্রছায়ায় আমার কবিতারা প্রসবিত হয়-


তোমার স্পর্শ পেলে মৃত ছত্রাক থেকে
শব্দের ফুলঝুরি ঝুর ঝুর ঝরে,
তোমার দিঠির সীমানার ধুসর আকাশ
হঠাৎ পাল্টিয়ে নীলাভ রঙ ধরে।


তুমি যদি ফিরে এসো এই বিধ্বস্ত হৃদয়ের মাঠে-


আকাশগঙ্গা পাড়ি দিয়ে যেতে পারি
কবিতার পাখনায় ভর করে,
কবিতা আর তোমায় এক সাথে নিয়ে
সাগর মন্থনে নেবো অমৃত ভরে।


লুকিয়ে রাখা কবিতার খাতায় এঁকে যাবো নিরিবিলি-


তোমার অপরূপ রূপের সমস্ত রূপ
ভালোবাসা দস্যুর হিংস্রতায় খেলা করে,
ভাগ বসাতে দেবো না কাউকেও আমি
একচ্ছত্র অধিকার জমা রাখবো পরস্পরে।


২১/০৫/২০১৪।