সাধ মিটেনা ভালোবেসে
          এই যে দুনিয়ায় ॥
কেউবা হাসে, কেউবা কাঁদে
পড়িয়া ভীষণ ফাঁদে;
মুক্তির আশায় ঘুরে বেড়ায়
             শুধু তড়পায় ॥


মনের মাঝে বসত করি,
মন ছাড়িয়া জগৎ ঘুরি,
করি শুধু বাহাদুরি
            মিছে ছলনায় ॥


আপন আপন বলি যারে,
আপন সে জন হলো নারে,
চোখ মুদিলে অন্ধকারে
দেখবি রে তুই আপনায় ॥


মন তুই তখন বড়ো একা,
আপনার না পাইলে দেখা,
মিছে তোমার ভাগ্য লেখা,
প্রেম বিনে কি মুক্তি পায়?