তোমাকে নিয়ে কাব্য করা হলো না আর,
এখন তুমি দূর আকাশের বিপন্ন তারা-
কুয়াশায় আচ্ছন্ন এক অনুজ্জ্বল জ্যোতিষ্ক।
পরালোকে আলোকিত চাঁদ ঢের ভালো,
বিষন্ন রাতের আঁধার কেটে নেয় বিবিধ ছলে।
ভাবনার বৃক্ষের পাতায় দোল খায় নিয়ত,
আর স্বপ্ন-ছায়ার আঁকিবুকি আঁকে নিরবে
আমার বিস্তৃত ধূসর জমিনের আঙিনায়।


অপরাজিতার নীল তোমার গা চুঁয়ে চুঁয়ে
আমাকে বিষন্ন করে তুলে; নীলাভ চাদরে
ঢেকে রাখো আমার চেতনার সমস্ত আকাশ।
অজস্র কষ্টের সাদা ফুলের সৌরভে ঢেকে রাখি
তোমার শেষ বিদায়ের ক্ষণ; বিমূর্ততায়
এঁকে যাই অন্যরকম অপার্থিব সুন্দর ছবি!
সে কি তোমার, নাকি চেতনার বিমূর্ত রঙ?
বুঝতে পারিনি; কারন, হতে পারিনি কবি।


২৫/০৫/২০১৪।