শ্যামল বাংলায় এলে অরূপ রতন
'দুখু মিয়া' নাম নিয়ে, বিশ্বাসের ছায়া
ছড়ালে এই সমাজে; তোমাকে যতন
করে রাখেনিকো কেউ; বাড়ায়েছো মায়া
প্রেম-বাঁশরির সুরে, দ্রোহ আনিয়াছো
ঘুমন্ত মানব মনে শব্দের ঝংকারে;
চির সবুজ চেতনে আজো তুমি আছো
মননে-বিশ্বাসে-প্রেমে এবং অহঙ্কারে।


আজ শোকের মিছিল যাচ্ছে অতি ধীরে,
ফুল আর ভালোবাসা একত্রিত করে
অগণন মানুষের নয়নের নীরে
বিষন্নতার আবেগ ঝুর ঝুর ঝরে।
ঘুমাও মসজিদের পাশে নজরুল!
বাংলার দ্রোহের কবি, প্রেমী বুলবুল।


২৫/০৫/২০১৪।
১১ জ্যৈষ্ঠ, ১৪২১।