ভোগের আশায় কত হানাহানি,
কত যে মৃত্যু, কত রাহাজানি,
সকল হারাবে একদিন জানি-
            যাইবে সকল সরে।
এ সকল কথা সকল ভুলিয়া,
মিথ্যাকে সদা এনেছি তুলিয়া,
আলোতে এ প্রাণ ধরিনি খুলিয়া
            লোভের মোহেতে পড়ে।


ভাবছি এখন সাঁঝের বেলায়,
কেটেছে জীবন অসুর খেলায়,
হবে কি মুক্তি এই অবেলায়
            ডাকলে নিরাঞ্জনে?
জল তরঙ্গ মৃদু স্বরে ধায়
চেয়ে আছি আজ বিষন্নতায়;
কোত্থেকে এলো কোথায় হারায়
            মিশবে কাহার সনে?


চলবে ...