যৌবন জল কেমন করিয়া
জোয়ারের তোড়ে উঠিল ভরিয়া?
সময়ের টানে নিল যে হরিয়া
            সুখের স্বপ্নগুলি।
ভাবিতেছি একা বসি’ নদী কুলে,
হারায়েছি সব আসলে ও মূলে,
নিঃস্ব এখন চেতনার ভুলে
            কিবা দিবো অঞ্জলি?


শুধু রহমত কামনা তোমার,
বিশ্ব মালিক! দয়ালু অপার,
তোমার করুনা করবে যে পার
            পুল সিরাতের পুল।
আমার সকল মন্দ ও পাপ
স্মরণ করিয়া করছি বিলাপ
ক্ষমাকারী রাজ! করে দাও মাফ
            জীবনের সব ভুল।