প্রিয়তম যদি
চুপিসার এসে অধরে অধর রেখে চুম্বন করো-
আকাশের চাঁদ ঝলকিয়ে উঠে জ্যোতির্ময়ী প্রভায়,
কল কল করে হেসে উঠে নদী স্নিগ্ধতার আবেশে,
পাহাড়ের বুকে জংলী ফুলের সুবাসিত ধারা নামে,
তারায় তারায় স্ফটিক আলো জ্বলে যে দীপ্ততায়,
আকাশের নীল নতজানু হয় দিগন্তের শেষ পাড়ে,
পাখিরা তখন কল-কাকলীতে মূখরিত করে বন,
গ্রীষ্মের খরায় নেমে আসে যেন বিপুল বর্ষা ধারা,
চুম্বনখানি রেখে দাও ঠোঁটে জন্ম জন্মান্তর;
লিখে দেবো আমার পৃথিবী এবং তৃষ্ণার্ত অন্তর।